ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আবাসনখাতে নিশ্চিত ভবিষ্যৎ তৈরির লক্ষ্য শেঠ প্রপার্টিজের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আবাসনখাতে নিশ্চিত ভবিষ্যৎ তৈরির লক্ষ্য শেঠ প্রপার্টিজের  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: টেকসই আবাসন ব্যবস্থায় নিশ্চিত বিনিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে শেঠ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শেঠ প্রপার্টিজ। গ্রাহকদের চাহিদা কেমন হতে পারে অথবা কোন এলাকায় আবাসন নিতে আগ্রহী সবকিছু পরিকল্পনায় নিয়ে এগুতে চায় প্রতিষ্ঠানটি।

এ লক্ষ্যে চট্টগ্রামে রেডিসন ব্লু-তে আয়োজিত রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে অংশগ্রহণ করেছে শেঠ প্রপার্টিজ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, সময়ে সঙ্গে মানুষের রুচি ও চাহিদার পরিবর্তন ঘটে।

তাই গ্রাহকরা যাতে আধুনিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে, সে বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছি।  

শেঠ প্রপার্টিজের ডিজিএম সাইফুল আলম বলেন, মানুষ দিন দিন আধুনিক হচ্ছে। ভবিষ্যতে মানুষের মধ্যে কেমন চাহিদা থাকতে পারে, তা জানতে আমরা মেলায় অংশগ্রহণ করেছি৷ সেই লক্ষ্যে তথ্য উপাত্তও সংগ্রহ করা হচ্ছে। তবে মেলায় অন্যান্যবারের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা বেশ কম। তারপরও এসময়ে এসে রিহ্যাবের এমন উদ্যোগ গ্রাহকের কাছে পৌঁছানোর একটি বড় সুযোগ। আশা করছি, অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।