ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে টিকার আওতায় আসছে তৃতীয় লিঙ্গ ও বস্তির মানুষ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
চট্টগ্রামে টিকার আওতায় আসছে তৃতীয় লিঙ্গ ও বস্তির মানুষ  প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামে প্রথমবারের মত তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও বস্তি এলাকায় টিকা কার্যক্রম চালানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।  

শনিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, আগামী ২১, ২৩ এবং ২৫ নভেম্বর নগরের ঝাউতলায় ছিন্নমূল বস্তিতে এবং ২২ নভেম্বর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন করে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে টিকা কার্যক্রম চালানো হবে।  

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, আগামীকাল থেকে বস্তি এলাকা ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে বিনা রেজিস্ট্রেশনে টিকা কার্যক্রম চালানো হবে।

এতে প্রাথমিকভাবে বস্তি এলাকার জন্য প্রায় ২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ৩০০ ডোজ  অ্যাস্ট্রাজেনেকার টিকা বরাদ্দ রাখা হয়েছে। টিকা নিতে আগ্রহীদের উপস্থিতির ওপর নির্ভর করে টিকা ডোজ সংখ্যা বাড়ানো বা কমানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।