ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই ঘণ্টার দুর্ভোগ কালুরঘাট সেতুতে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
দুই ঘণ্টার দুর্ভোগ কালুরঘাট সেতুতে ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কালুরঘাট সেতুতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যাওয়ার দুই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে।  

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

সাড়ে দশটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

জানা গেছে, বোয়ালখালী থেকে শহরগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। কর্মজীবীদের হেঁটে সেতু পার হতে হয়েছে।

চান্দগাঁও থানার এসআই রেজাউল করিম বাংলানিউজকে বলেন, কালুরঘাট সেতুতে ট্রাক আটকে যান চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।