ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চার দিনব্যাপী রাস মহোৎসব শুরু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
চট্টগ্রামে চার দিনব্যাপী রাস মহোৎসব শুরু  বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চার দিনব্যাপী রাস মহোৎসব শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের জেএম সেন হল প্রাঙ্গণে সহস্র দামোদর প্রদীপ জ্বালিয়ে মহোৎসবের উদ্বোধন করা হয়।

 

বাঁশখালী ঋষিধাম অধ্যক্ষ সুদর্শনানন্দ পুরী মহারাজ মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন। অনুষ্ঠানে বিভিন্ন মঠ, মিশন ও মন্দিরের সাধু, বৈষ্ণব মহারাজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শক্তি নাথানন্দ মহারাজসহ সাধুসন্তরা উপস্থিত ছিলেন।  

রাস মহোৎসব উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ অনুষ্ঠানস্থলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালু করেছে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। শুক্রবার থেকে ষোড়শ প্রহর মহানাম শুরু হবে।  

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, নগর পূজা উদযাপন পরিষদ সভাপতি আশীষ ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল পালিত, নগর পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, মিথুন মল্লিক, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad