ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, নভেম্বর ১৮, ২০২১
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি আলমারি ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ জিনিস খোয়া গেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।

জানা গেছে, হাসপাতালের পরিসংখ্যানবিদের কক্ষের দুটি আলমারির তালা ভাঙা।

পিছনের জানালার গ্রীল কাটা রয়েছে।  

ডা. সব্যসাচী নাথ বাংলানিউজকে বলেন, হাসপাতালে অ্যাকাউন্টস সেকশনে দুটি আলমারি ভেঙে মালামাল নিয়ে গেছে। তবে কি কি চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। থানা পুলিশ হাসপাতালে এসেছে। সবকিছু যাচাই করে কি কি চুরি হয়েছে তা জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।