ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১ নভেম্বর পর্যন্ত চলবে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
১ নভেম্বর পর্যন্ত চলবে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’ 

চট্টগ্রাম: ২২টি দেয়ালচিত্র আর শতাধিক ডিজিটাল মুহূর্তের সমন্বয়ে তৈরি ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’ চলবে ১ নভেম্বর পর্যন্ত।  

ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাই কমিশন, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনা এটি।

 

এর আগে গত ২১ অক্টোবর নগরের এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরীণ আখতার, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী ও জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার।

এ প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থী ও দর্শকরা অনন্য শিক্ষামূলক পরিবেশনায় নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।

 

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।