ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) থেকে হেফাজত আমির সেখানে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, ৮৭ বছর বয়সী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার সকালে তার শরীরে জ্বরের প্রকোপ দেখা দেয়।

জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

বাবুনগর মাদ্রাসার শিক্ষক আল্লামা ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন হেফাজত আমির সুস্থ হয়ে উঠেছেন। শিগগির তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।  

আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মরহুম আল্লামা জুুনায়েদ বাবুনগরীর আপন মামা। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হন।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১ 
এআর/বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।