ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, অক্টোবর ২৬, ২০২১
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম:  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।

এইদিন করোনায় একজন মারা গেছেন।  

মঙ্গলবার (২৬ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্ত হওয়া ৯ জনের মধ্যে ৬ জন নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৭২ জন। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৯৩৮ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৩৪ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩২১ জনের মধ্যে ৭২১ জন নগরের এবং ৬০০ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।