ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঢাবির ৮% পরীক্ষার্থীর সিট ছিল চবিতে, ২৪ ভাগই অনুপস্থিত

মোহাম্মদ আজহার, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
ঢাবির ৮% পরীক্ষার্থীর সিট ছিল চবিতে, ২৪ ভাগই অনুপস্থিত ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে ৮ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)।

ঢাবির ৫ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৮ হাজার ৪৭৯ জন ভর্তি পরীক্ষার্থী চবিতে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ২১ হাজার ৭৭৮ জন।

যা মোট পরীক্ষার্থীর ৭৬ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৭০১ জন।
যা ২৩ দশমিক ৫৩ শতাংশ।  

এর আগে গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পর্যায়ক্রমে ২, ৯, ২২ এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় ৫ ইউনিটের পরীক্ষা।  

চবিতে ঢাবির ‘ক’ ইউনিটে ১১ হাজার ২১০ জনের মধ্যে অংশ নেন ৮ হাজার ৭০০ পরীক্ষার্থী। উপস্থিতির হার ছিলো ৭৭ দশমিক ৬১ শতাংশ। ‘খ’ ইউনিটে ২ হাজার ৮৫১ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৪৭১ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৬ দশমিক ৬৭ শতাংশ। ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৫৬৯ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেন ৩ হাজার ১৮০ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৯ দশমিক ৩৯ শতাংশ। ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ৯০৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৬ হাজার ৮৬৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৯ দশমিক ৩৬ শতাংশ। ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৯৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেন ৫৫৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৯ শতাংশ।

এবার করোনা ঝুঁকি এড়াতে ৮টি বিভাগের ৮ ভিন্ন কেন্দ্রে পরীক্ষা নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে আবেদন করেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।  

শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা হওয়ায় তাদের যাতায়াত অনেক সহজ হয়েছে।  

ঢাবির ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন  চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বাংলানিউজকে বলেন, ঢাবির চট্টগ্রাম অঞ্চলের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, প্রশাসন ও ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আগামী ২৭ অক্টোবর থেকে অনুষ্ঠেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সহযাগিতা কামনা করছি।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।