ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিত্রকর্মে রঙিন ফানুস উড়লো আকাশে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, অক্টোবর ২১, ২০২১
চিত্রকর্মে রঙিন ফানুস উড়লো আকাশে ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: প্রবারণা পূর্ণিমায় বাংলাদেশের বৌদ্ধ শিক্ষার্থীদের ধর্মীয় ও সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশন অব বুড্ডিস্ট স্টুডেন্টস অব বাংলাদেশ (এবিএসবি) এর আয়োজনে আকাশে উড়েছে চিত্রকর্মে রঙিন ফানুস।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ফানুসগুলো নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহার এবং ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে উত্তোলন করা হয়।

এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ফানুস তৈরির কর্মশালায় সকল বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এবিএসবি বাংলাদেশে প্রথমবারের মতো হ্যান্ডপেইন্টেড ফানুস অর্থাৎ ফানুসের গায়ে হাতে আঁকা রঙ তুলির চিত্রকর্ম, যেখানে মহামতি গৌতম বুদ্ধের জীবনের সকল গুরুত্বপূর্ণ সময়ের ছবি প্রতিটি ফানুসে সুনিপুণভাবে তুলে ধরেছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।