ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
হাটহাজারীতে বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হাটহাজারীতে বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত ও ১ জন আহত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. নাছির উদ্দীন (৫৫) ও ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মো. রুবেল হোসেন (২৫)। আহত দীলিপ কুমার চৌধুরী (৪৫) স্থানীয় ভবানীপুর এলাকার মৃত সুনীল কুমার চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশে মিনি পিকআপে ডেকোরেশনের মালামাল তোলার সময় নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী বাস ডেকোরেশন মালিক ও শ্রমিকসহ তিনজনকে ধাক্কা দেয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, আহত তিনজনকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নাছির ও রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত দীলিপ কুমারকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ২০ অক্টোবর ২০২১
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।