ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভেজাল তেল সংরক্ষণ ও বিক্রয় করায় জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
ভেজাল তেল সংরক্ষণ ও বিক্রয় করায় জরিমানা 

চট্টগ্রাম: ভেজাল পণ্য হিসেবে প্যারাসুট নারিকেল তেলের মত প্যারামুট নামক ভেজাল নারিকেল তেল সংরক্ষণ ও বিক্রি করায় শামসুন নহার নামে এক পাইকারী বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের আমানবাজার এলাকায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলমের নেতৃত্বে বিএসটিআইয়ের প্রতিনিধিসহ এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, প্যারাসুট নারিকেল তেলের মতো প্যারামুট নামক ভেজাল নারিকেল তেল সংরক্ষণ ও বিক্রি করায় শামসুন নহার নামের এক পাইকারী বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই আইন- ২০১৮ এর ২৭(১) ধারায় এ জরিমানা করা হয় তাকে।

এছাড়াও বিএসটিআইয়ের প্রতিনিধিকে পণ্যসমূহ যাছাই করে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।