ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রলীগের একাংশের সম্প্রীতি সমাবেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
চবিতে ছাত্রলীগের একাংশের সম্প্রীতি সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্ত্বরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু নেতৃত্বে এ সমাবেশ করেন তারা।

এসময় ইকবাল হোসেন টিপু বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিবাদ। দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চক্রান্ত করছে।

 

পরে সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর থেকে শুরু হয়ে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে স্মরণ চত্ত্বরে এসে শেষ হয়।  

সমাবেশে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।