ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গভীর রাতে হালদায় অভিযান, ১ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, অক্টোবর ১৯, ২০২১
গভীর রাতে হালদায় অভিযান, ১ হাজার মিটার জাল জব্দ  গভীর রাতে হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রাম: গভীর রাতে হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।  

সোমবার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গড়দুয়ারা নয়াহাট ঘাট থেকে রামদাস মুন্সিরহাট পর্যন্ত অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সূত্রে খবর পাই হালদা নদীতে জাল দিয়ে মাছ শিকার করছে অসাধু চক্র। এরপর আমরা দ্রুত অভিযান পরিচালনা করি।

অভিযানে ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।  

হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।