ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিবাদ জানাতে একাই দাঁড়ালেন চবি শিক্ষক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
প্রতিবাদ জানাতে একাই দাঁড়ালেন চবি শিক্ষক ড. আতিকুর রহমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চোখে কালো কাপড় বেঁধে দেশজুড়ে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ জানান।

ড. আতিকুর রহমান বলেন, ব্যক্তিগত অবস্থান থেকে আমার এ প্রতিবাদ। গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়ে আমি চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছি।

একইসঙ্গে যারা এদেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে তাদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই সরকারের কাছে।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।