ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগাং ইস্পাতের মালিক ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
চিটাগাং ইস্পাতের মালিক ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

চট্টগ্রাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ৭৩ কোটি ৩৬ লক্ষ ২০ হাজার ৫১৫ টাকার ঋণ খেলাপি মামলায় চিটাগাং ইস্পাত লিমিটেডের মালিক হারুনুর রশিদ ও তার স্ত্রী আনজুমান আরা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।  

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আইএফআইসি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ৭৩ কোটি ৩৬ লক্ষ ২০ হাজার ৫১৫ টাকার  খেলাপি ঋণ আদায়ের মামলায় করেন। মামলা নম্বর ১৩১/১২।

এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৮ সালের ৩১ অক্টোবর রায় দেন। পাওনা টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৯ সালের ৪ জুলাই অর্থ জারি মামলা করেন। অর্থ জারি মামলা নম্বর ২৩২/১৯।  

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ৭৩ কোটি ৩৬ লক্ষ ২০ হাজার ৫১৫ টাকার ঋণ খেলাপি মামলায় চিটাগাং ইস্পাত লিমিটেডের মালিক হারুনুর রশিদ ও তার স্ত্রী আনজুমান আরা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেন আইএফআইসি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা। মঙ্গলবার (১২ অক্টোবর) আদালত তা মঞ্জুর করেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।