ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানার মাদক মামলায় এক ব্যক্তির ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানা রামপুর এলাকার মৃত রুহুল আমিন ভূঁইয়ার ছেলে আব্দুল মালেক প্রকাশ শুক্কুর।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ১১ মে নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড হতে আব্দুল মালেক প্রকাশ শুক্কুর
আটক করা হয়।

পরে তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্টোর পরিদর্শক তপন কান্তি শর্মা বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার দায়রা নম্বর ১৮৯৭/২০১১।  

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় আব্দুল মালেক প্রকাশ শুক্কুর নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।