ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নালায় পড়ে নিখোঁজ ব্যক্তির ছেলেকে চাকরি দিলেন চসিক মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
নালায় পড়ে নিখোঁজ ব্যক্তির ছেলেকে চাকরি দিলেন চসিক মেয়র

চট্টগ্রাম: অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রচণ্ড স্রোতের মধ্যে মুরাদপুরের নালায় পড়ে নিখোঁজ সালেহ আহমেদের ছেলেকে চাকরি দিয়েছেন চসিক মেয়র, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্কশপ হেলপার পদের নিয়োগপত্র সাদেকুল্লাহ মহিমের হাতে তুলে দেন মেয়র।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

চসিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট ১১০ মিলিমিটার বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়।

তখন মুরাদপুরে প্রধান সড়কের পাশের নালায় পা পিছলে পড়ে যান চকবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সালেহ আহমদ। সিসিটিভিতে ধরা পড়া মর্মান্তিক দৃশ্যটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ বিভিন্ন সংস্থার লোকজন কয়েকদিন ব্যাপক তল্লাশি চালিয়েও তার খোঁজ পাননি। এরপর মানবিক কারণে সালেহ আহমদের ছেলেকে চাকরি দেওয়ার ঘোষণা দেন চসিক মেয়র।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad