ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীর ফতেয়াবাদে দুর্গোৎসবের বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
হাটহাজারীর ফতেয়াবাদে দুর্গোৎসবের বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম: শত বছরের ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি পূজামণ্ডপ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে ও নটরাজ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

 

মেয়র বলেন, বর্তমান সরকার প্রতিটি ধর্মের স্বাধীনতা বিশ্বাসী, কারণ একাত্তরের মুক্তিযুদ্ধে জাতিধর্ম-নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিলেন দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার জন্য। সেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ ছিল না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মানুষ সাড়া দিয়েছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। একটি মহল বর্তমান সরকারের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এ অপশক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ পল্লী সংগঠনের আহ্বায়ক সাংবাদিক নূপুর কান্তি দেব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজম, চিকনদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু ও হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক বিকাশ নন্দী, সংগঠনের সাবেক সভাপতি উজ্জ্বল পাল, ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক বিপ্লব ধর, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপ্লব কুমার চৌধুরী, উপজেলা নেতা এসএম মোরশেদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর আলী প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নাটিকা ‘মহিষাসুর বধ’ মঞ্চস্থ হয়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।