ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ২৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ২৫ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই দিন মারা গেছেন ১ জন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  এ দিন নতুন আক্রান্ত হওয়া ২৫ জনের মধ্যে ১৩ জন নগরের এবং ১২ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এছাড়া মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে করোনা সংক্রমণের হার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, করোনা সংক্রমণ রোধের পাশাপাশি করোনা টিকা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা টিকার দুই ডোজের আওতায় আনা হয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৩১৫ জনকে। এ ছাড়া প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ২৩৫ জন। এ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, নিজেকে এবং পরিবার সুস্থ রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।