ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রথমবার চট্টগ্রামে ফাইজারের ১৬ হাজার টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
প্রথমবার চট্টগ্রামে ফাইজারের ১৬ হাজার টিকা ...

চট্টগ্রাম: প্রথমবারের মতো চট্টগ্রামে এসেছে ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ করোনার টিকা। এতদিন সংরক্ষণ উপযোগী কোনো ব্যবস্থা না থাকায় ঢাকায় বাইরে দেওয়া যেত না এই টিকা।

নতুন করে সংরক্ষণ ব্যবস্থা চালু করার পর সোমবার (১১ অক্টোবর) রাতে চট্টগ্রামে আসে ফাইজারের এই নতুন চালান। টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছালে চট্টগ্রামে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ টিকার চালান বুঝে নেন।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, ফাইজারের বেশ কিছু টিকা চট্টগ্রামে এসেছে। এ টিকা আমরা কীভাবে, কোথায় দেব সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সব কিছু বিবেচনায় নিয়ে এ টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।