ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রাজমিস্ত্রী আটক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
চবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রাজমিস্ত্রী আটক মো. মাসেদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মো. মাসেদ নামে এক রাজমিস্ত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় অভিযুক্তকে আটক করে প্রক্টরিয়াল বডি।

জানা যায়, মো. মাসেদ বরিশালের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের এক ছাত্রীকে সে উত্ত্যক্ত করে আসছে।

সোমবার টিউশনে যাওয়ার পথে উত্ত্যক্ত করলে ছাত্রীর সহপাঠীরা এ এফ রহমান হলের পাশের একটি ভবন থেকে অভিযুক্তকে আটক করেন।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, মো. মাসেদ নামে এক রাজমিস্ত্রীকে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। মাসেদ উত্ত্যক্ত করার বিষয়টা স্বীকার করেছে। সে বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনও ভবনে কাজ করতে পারবে না বলে মুচলেকা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজমিস্ত্রীর কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।