ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৪১%

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, অক্টোবর ৯, ২০২১
চবিতে ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৪১% ফাইল ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুপস্থিত ছিলেন ৪১ শতাংশ শিক্ষার্থী।  

শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।

সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বাংলানিউজকে জানান, পরীক্ষায় ৯৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৫৫৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৯ শতাংশ।

এছাড়া অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৪১ শতাংশ।  

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি বা অনিয়মের কোনও ঘটনা ঘটেনি। জালিয়াতি রোধে আমরা সতর্ক অবস্থানে আছি।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।