ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, অক্টোবর ২, ২০২১
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সভা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।

 

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অ্যাক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এডিসি আ স ম জামশেদ খোন্দকার, এমআরএ এর পরিচালক মোহাম্মদ মাজেদুল হক ও মো. নূরে আলম মেহেদী, উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মাদ শাহজালাল।

 

স্বাগত বক্তব্য দেন এমআরএ এর পরিচালক মোহাম্মদ মাজেদুল হক, সেক্টরের হালনাগাদ তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন এমআরএ এর পরিচালক মো. নূরে আলম মেহেদী। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা বক্তব্য দেন।

প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসকল কার্যক্রম দৃশ্যমান প্রচার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে তিনি পরামর্শ দেন।  

সভাপতির বক্তব্যে মো. ফসিউল্লাহ বলেন, জাতির পিতার সোনার বাংলা বির্নিমাণে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।