ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে আ জ ম নাছিরের শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, অক্টোবর ২, ২০২১
জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে আ জ ম নাছিরের শোক  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এক বিবৃতিতে চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য, মহাজোটের শরীক জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  

শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। তিনি উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাছির মোহাম্মদ চৌধুরী বাড়ির মরহুম ডা. আবুল কাসেম চৌধুরীর বড় ছেলে।

শনিবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টায় ঢাকার শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  রাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।