ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৬ অক্টোবর থেকে চলবে চবির শাটল ট্রেন, ক্যাম্পাস খোলা অনিশ্চিত 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
১৬ অক্টোবর থেকে চলবে চবির শাটল ট্রেন, ক্যাম্পাস খোলা অনিশ্চিত  ফাইল ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার বিষয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও আগামী ১৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান পরিবহন শাটল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২ অক্টোবর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

 

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন পাঠানোর পর এখনও কিছু জানানো হয়নি। তাই ক্যাম্পাস কখন খুলবে, সে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।

তবে শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ টিকা নিশ্চিত হওয়ার আগে ক্যাম্পাস খোলা হবে না।  

তিনি বলেন, ১৬ অক্টোবর থেকে প্রতিদিন ২টি শাটল ট্রেন সকালে শহর থেকে ক্যাম্পাসে আসবে। নিয়মানুযায়ী সেগুলো বিকেলে আবার শহরে ফিরে যাবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।