ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার উন্নয়ন-অর্জনগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: আমিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
শেখ হাসিনার উন্নয়ন-অর্জনগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: আমিন বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সাধারণ ও অসহায় মানুষের সেবা করতে হবে। তাহলেই একজন সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও আদর্শ রাজনীতিবীদ হওয়া যাবে।
 

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় সাতকানিয়ার থানার বারদোনায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আমিন ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করেছে। তৃণমূল পর্যায় থেকে সরকার শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার কারণে কোভিড-১৯ মহামারির প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। এছাড়া, অর্থনীতিকে সচল রাখতে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকার ২৮টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রায় ১ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে, যা মোট দেশজ উৎপাদনের ৪ দশমিক ৪৪ শতাংশ। করোনাভাইরাসের টিকা সংগ্রহের জন্য চলতি অর্থবছরে বাজেটে ১৬১ কোটি মার্কিন ডলার সংস্থান রেখেছেন। গত বছর মহামারির প্রাদুর্ভাবের শুরু থেকে আওয়ামী লীগ সরকার প্রায় ৪ কোটি মানুষকে নগদ অর্থসহ অন্যান্য সহায়তা দিয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশীদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, কেএম পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।