ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৫১০ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
চবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৫১০ জন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা।  

শুক্রবার (০১ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয় ‘ক’ ইউনিটের পরীক্ষা, যা শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

এবার ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ২১০ জনের আসন পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭০০ জন পরীক্ষার্থী।

উপস্থিতির হার ৭৭.৬১ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১০ জন। অনুপস্থিতির হার ২২.৩৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বেলা সাড়ে ১১টায় হল পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। চবিতে ভর্তি পরীক্ষায় অতীতেও জালিয়াতির ঘটনা ঘটেনি। আমরা এ সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রস্তুত।  

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।

সহকারি প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি রোধে আমাদের একটি টিম কাজ করেছে। পরীক্ষায় জালিয়াতি বা অসৎ উপায় অবলম্বনের কোনও অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।