ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভূয়া এনআইডি তৈরির সরঞ্জামসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
ভূয়া এনআইডি তৈরির সরঞ্জামসহ আটক ১

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকার হাসেম টেলিকম নামে একটি দোকানের ভিতর থেকে একাধিক ভূয়া এনআইডি কার্ড তৈরির সরঞ্জামাদিসহ প্রদীপ দাস (২৭) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটক প্রদীপ দাস পটিয়া থানার আজিমপুর এলাকার মৃত কাজল দাসের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চান্দগাঁও এলাকার একটি দোকানের ভিতর প্রদীপ দাস তার ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভূয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে পালানোর র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।  

তিনি আরও বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করেন। দোকান তল্লাশি করে ভুয়া এনআইডি কার্ডসহ ভূয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।