ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পাহাড় কেটে ১৬ ব্যক্তি দিল ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
চট্টগ্রামে পাহাড় কেটে ১৬ ব্যক্তি দিল ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানার পূর্ব নাছিরাবাদ এলাকায় অবৈধভাবে নাগীন পাহাড় কাটা অভিযোগের ১৬ ব্যক্তিতে ৩২ লাখ ৩০ হাজার টাকার ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় ছাড়পত্র বিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে আরও ৫ ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

 

রোববার (২৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে তাদের এ জরিমানা করা হয়।  

পরিবেশ অধিদফতর চট্টগ্রামের (মহানগর) পরিচালক নুরুল্লাহ নূরী বাংলানিউজকে বলেন, গত ২৩ সেপ্টেম্বর উপ পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে একটি টিম বায়েজিদ থানার নাগীন পাহাড় পরিদর্শন করেন।

সরেজমিন প্রাথমিকভাবে পাহাড় কাটার সত্যতা পায় টিম। পরে শুনানি শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ৭ ধারা মোতাবেক ক্ষতিপূরণ আদায় করা হয়।  এছাড়া নগরের কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় তাদের ৫ জনকে জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।