ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইউরোপিয়ান ক্লাবে জাদুঘর প্রতিষ্ঠার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, সেপ্টেম্বর ২৪, ২০২১
ইউরোপিয়ান ক্লাবে জাদুঘর প্রতিষ্ঠার দাবি ...

চট্টগ্রাম: ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোগী, উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সভাপতি এবং মাস্টার সূর্য সেন স্মৃতি রক্ষা কমিটি চট্টগ্রামের সদস্য শ্যামল কুমার পালিত।  

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবের অদূরে আত্মাহুতি স্থানে স্থাপিত আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

এ সময় পরিষদের সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত ও উত্তম শর্মা, সমাজকল্যাণ সম্পাদক বিকাশ মজুমদার, সমন্বয়ক অধ্যাপক শিপুল দে প্রমুখ উপস্থিত ছিলেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে সাহসিকতাপূর্ণ সফল অভিযানের সাক্ষ্যবহনকারী ইউরোপিয়ান ক্লাবে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার জাদুঘর’ প্রতিষ্ঠাকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।