ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে ১ ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, সেপ্টেম্বর ২৩, ২০২১
গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে ১ ব্যক্তি নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম:  নগরের চকবাজার থানার ওয়াসার মোড় এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বেলাল হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বাইশ গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে।  তিনি নগরের চকবাজার থানার ওয়াসার মোড় এলাকার আজমীর ভলকানাইজিং শপের মালিক।

 

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) বায়েজিত সজল বাংলানিউজকে বলেন, বুধবার রাত সোয়া ১০টার সময় ওই দোকানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন বেলাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।