ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
চট্টগ্রামে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে আমতল এলাকায় ‘হোটেল সাফিনা’-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কট্রোল রুমের মোবিলাইজার অফিসার মো. কফিল উদ্দিন।  

তিনি বাংলানিউজকে বলেন, হোটেলটির ৮ম তলায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের একাধিক গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।