ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন শুরু হচ্ছে ১২ অক্টোবর: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, সেপ্টেম্বর ১৯, ২০২১
ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন শুরু হচ্ছে ১২ অক্টোবর: নাছির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলনের কার্যক্রম শুরু হবে আগামী ১২ অক্টোবর।  

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে নগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

 

আগামী ২১ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ মান্নানের মৃত্যুবার্ষিকী পালন করার বিষয়ে বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী ২২ সেপ্টেম্বর নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী, আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন এবং আগামী ৩ অক্টোবর প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রয়াত চৌধুরী এনজি মাহমুদ কামালের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়েছে। নগরের দলীয় নেতাকর্মীদের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালনের আহ্বান জানাই।

 

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।