ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলিতে নিখোঁজ স্কুলছাত্রের খোঁজ মেলেনি দ্বিতীয় দিনেও 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, সেপ্টেম্বর ১৮, ২০২১
কর্ণফুলিতে নিখোঁজ স্কুলছাত্রের খোঁজ মেলেনি দ্বিতীয় দিনেও  প্রতীকী ছবি

চট্টগ্রাম: নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি আহাদ নামে এক স্কুলছাত্রের। তাকে উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

 

এর আগে গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আহাদ।  

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপ্লব কুমার নাথের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করছেন ডুবুরীরা।

জানা গেছে, নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আহাদ ভোলার দৌলতখান এলাকার। নগরের সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আহাদের বয়স ১৩ বছর।  

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে বলেন, শুক্রবার দুপুরের দিকে সমবয়সী ৮ জন শিশু গোসলে করতে নামে কর্ণফুলী নদীতে। দীর্ঘক্ষণ গোসলও করে তারা। কিন্তু গোসল শেষে নদী থেকে ৭ জন উঠে আসলেও আহাদ ফিরেনি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

তিনি আরও বলেন, আজও (শনিবার) স্কুল ছাত্রটিকে উদ্ধারে কর্ণফুলীর সদরঘাটের আনু মাঝির ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।