ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অক্টোবরে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, সেপ্টেম্বর ১৬, ২০২১
অক্টোবরে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের এক ডোজ টিকা নিশ্চিত হওয়ার পর অক্টোবরে খোলার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৪তম এক্সট্রা অর্ডিনারি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হয়েছে। ১৭ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সিন্ডিকেট সদস্যরাও এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের কাছে আমরা টিকার আবেদন করেছি। প্রত্যেক শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকার আওতায় আনা গেলে বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল একই সঙ্গে খোলা হবে। তাই টিকা পাওয়ার ওপর নির্ভর করছে বিশ্ববিদ্যালয় কখন খোলা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।