ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৪০ বছর বয়সী একজন মারা গেছেন।  

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনটি ভাটিয়ারী অতিক্রম করছিল। এ সময় এক ব্যক্তি সড়ক পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্লাটফর্মে রাখার পর মারা যান।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে একজন রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। পরে আহত অবস্থায় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে। পরে সেখানেই তার মৃত্যু হয়। তবে এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad