ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএসটিআই’র অনুমতি ছাড়া পানি বিক্রি, ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
বিএসটিআই’র অনুমতি ছাড়া পানি বিক্রি,  ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বিএসটিআই’র অভিযান

চট্টগ্রাম: লাইসেন্সবিহীন ড্রিংকিং ওয়াটার বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।  

প্রতিষ্ঠানগুলো হলো- পাহাড়তলীর আব্দুল্লাহ ফুড অ্যান্ড বেভারেজ, মেসার্স মালেক এন্টারপ্রাইজ, হালিশহর বি ব্লকের পিয়াস এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ফ্যামিলি ওয়াটার সাপ্লাই।

বুধবার (১৫ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিল্ড অফিসার (সিএম) আশিকুজ্জামান, পরিদর্শক ( মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

 

বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী কান্ত দাস বাংলানিউজকে বলেন, নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।