ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, সেপ্টেম্বর ১৪, ২০২১
সীতাকুণ্ডে  শিপইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে কাজ করার সময় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মো. আলী নাজিম (৪৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে।  

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড থানা কুমিরা এলাকার মাদার ষ্টিল শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. আলী নাজিম  বড় কুমিরা হাজি পাড়া শাম ফকির বাড়ির জানে আলমের ছেলে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন,  কুমিরা মাদার ষ্টিল মাস্টার শিপইয়ার্ডে কাজ করার সময় মো. আলী নাজিম নামে এক শ্রমিক অক্সিজেন বিস্ফোরণে আহত হয়।

তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।