ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৫৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৫৩ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

 

রোববার (১২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।  

এদিন, করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ৩ জনই বিভিন্ন উপজেলা এলাকার  বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৬৮ জন। এছাড়া নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে ৩০ জন মহানগর এলাকার এবং ২৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৮০১ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী।  সকলে সচেতন হলে এ সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রামে। সকলের প্রতি অনুরোধ নিয়মিত মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।