ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের পেজে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করে গ্রেফতার যুবক ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
পুলিশের পেজে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করে গ্রেফতার যুবক ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম: বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রমজান আলী (২২) নামে এক যুবককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে রমজানকে গ্রেফতার করা হয়।  

তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।

বর্তমানে মামলাটি চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করছেন।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কেশব চক্রবর্তী বাংলানিউজকে বলেন, বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে রমজান আলীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।