ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, সেপ্টেম্বর ১১, ২০২১
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি ডা. চন্দন দাশ।

শুক্রবার (১০ সেপ্টম্বর) সন্ধ্যায় নগরের তিনপুলের মাথা এলাকায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারি শফী ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি সকলকে ঐকব্যবদ্ধ থেকে সংস্কৃতির সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান তিনি।  

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তের সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি জামালউদ্দিন হায়দার, প্রবাল দে, অ্যাডভোকেট বিধান বিশ্বাস, তপন শীল, সুমন সেন, সহ-সম্পাদক জয় সেন ও মনীষ মিত্র চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য বাবলা চৌধুরী, সুবর্ণা চৌধুরী, সঙ্গীতা ঘোষ এবং সদস্য মানস পাল চৌধুরী, রূপন নাথ, মাহিউল ইসলাম মাহি, অমিতাভ সেন, সালমা জাহান মিলি ও বিউটি দেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।