ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীর মহাপরিচালক হয়েই মারা গেলেন মুফতি আব্দুস সালাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
হাটহাজারীর মহাপরিচালক হয়েই মারা গেলেন মুফতি আব্দুস সালাম ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সদ্য ঘোষিত মহাপরিচালক, মুফতি আজম আল্লামা আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে মহাপরিচালক করা হয়েছিল।

এরপরই তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য জানিয়েছেন আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমান।

আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এবং সদস্যরা। তারা শোক প্রকাশ করে বলেছেন, আল্লাহ তায়ালা তাকে মাগফিরাত দান করুন এবং জান্নাতের উঁচু মাকাম দান করুন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad