ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে দুই জাহাজের সংঘর্ষে নাবিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, সেপ্টেম্বর ৭, ২০২১
কর্ণফুলীতে দুই জাহাজের সংঘর্ষে নাবিকের মৃত্যু 

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে দুটি জাহাজের সংঘর্ষে আব্দুর রশিদ (৫১) নামে এক নাবিক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে এ ঘটনা ঘটে।

 নিহত আব্দুর রশিদ ডবলমুরিং ছোটপুল ব্রিকফিল্ড এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

তিনি এফবি মাগফেরাত নামক জাহাজের হেড অফ সেইলর পদে কর্মরত ছিলেন বলে বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

তিনি বলেন, কর্ণফুলী নদীতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাজের উপর থেকে নিচের তলায় পড়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে বিকেল সৌয়া ৪ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।