ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, গুনতে হলো লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, গুনতে হলো লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছিল বেকারিতে, ছিলনা বিএসটিআই’র আনুমোদন, ওজনেও আছে কারচুপি।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযানে খাঁজা বেকারি নামে এক প্রতিষ্ঠানে দেখা যায় এমন অনিয়ম।

জরিমানা করা হয় ১ লাখ ৩০ হাজার টাকা।  

হাটহাজারী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান এ অভিযান পরিচালনা করেন।

এসময় র‌্যাব-৭ এর কমান্ডার মেজর মেহেদী হাসান, বিএসটিআইয়ের পরিদর্শক মো. মুকুল মৃধা, ফিল্ড অফিসার মোছা. জারিন তাসনিম সিলি।

সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান বাংলানিউজকে বলেন,  উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। সব কিছু বিবেচনায় নিয়ে সরকার হাটের ঘোষ ফুডকে ৩০ হাজার টাকা, আলাউদ্দিন বেকারিকে ৭৫ হাজার টাকা ও বাস স্ট্যান্ড এলাকার খাঁজা বেকারিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। এছাড়াও তাদেরকে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।