ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আয়কর অফিসের নিচতলায় গাড়িতে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
চট্টগ্রামে আয়কর অফিসের নিচতলায় গাড়িতে আগুন ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় আয়কর অফিসের নিচতলায় রাখা একটি গাড়ি আগুনে পুড়ে গেছে।  ‘পিএইচপি ভবন’ নামে পরিচিত ‘পেলিক্যান মেহজাবিন’ নামের ১৪ তলা ওই বাড়ি ভাড়া নিয়ে চট্টগ্রাম কর অঞ্চল কার্যালয় করা হয়েছে।

ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাড়িটি। এ সময় সেখানে ৯টি গাড়ি রাখা ছিল।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন থেকে ৫টি ও বন্দর স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ৮টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন।  

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad