ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চোরাই তেলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
চোরাই তেলসহ আটক ২ মো. শরীফ ও মো. জাহিদ রানা। 

চট্টগ্রাম: নগরের ইপিজেড এলাকা থেকে ২ হাজার ২৮০ লিটার চোরাই জ্বালানি তেলসহ ২ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৭। তারা হলেন- মো. শরীফ (২৮) ও মো. জাহিদ রানা (২৮)।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চোরাকারবারিরা ইপিজেড এলাকায় অবৈধ উপায়ে বেচাকেনার জন্য চোরাই জ্বালানি তেল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়।

 

তাদের দেখানোমতে নিজ দখলে থাকা ১২টি ড্রাম থেকে চোরাই ২ হাজার ২৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে ডিজেল মজুদ এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কমদামে পাইকারি ও খুচরা বিক্রি করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইপিজেড থানায় আসামি, জব্দ করা ডিজেল হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।