ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হংকং বন্দরে ‘জয়যাত্রা’র মৃত নাবিকের ক্ষতিপূরণের চেক দিল বিএসসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
হংকং বন্দরে ‘জয়যাত্রা’র মৃত নাবিকের ক্ষতিপূরণের চেক দিল বিএসসি চেক তুলে দেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির

চট্টগ্রাম: রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন ‘বাংলার জয়যাত্রা’ জাহাজে কর্মরত নাবিক মো. মোকাররম হোসেনের স্ত্রী সাহানা বেগমকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। গত ২১ জুন মোকাররম হংকং বন্দরে অবস্থানকালীন জাহাজে মারা যান।

এরপর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হংকং, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ১৭ জুলাই তার মরদেহ বাংলাদেশে ফেরত আনা হয়।  

সোমবার (৬ সেপ্টেম্বর) বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির ৫ লাখ টাকার চেক তুলে দেন সাহানা বেগমের হাতে।

বিএসসি সী-ম্যান্স অ্যাসোসিয়েশনের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তির আলোকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ এ চেক দেওয়া হয়েছে।  

চেক হস্তান্তরের সময় বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ, সচিব মোহাম্মদ আশরাফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad