ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাতে পণ্য রেখে পথচারীর চলাচলে বাধা, চসিকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
ফুটপাতে পণ্য রেখে পথচারীর চলাচলে বাধা, চসিকের অভিযান চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন বাটালি রোডে ফুটপাতে দোকানের পণ্যসামগ্রী রেখে পথচারীর চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দুই দোকানিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে জানান, বাটালি রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাতে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে ফুটপাতে পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজুসহ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে সিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।