ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে পিডিবির তেলবাহী শাটল ট্রেন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে পিডিবির তেলবাহী শাটল ট্রেন  ফাইল ছবি

চট্টগ্রাম: দোহাজারী থেকে ফেরত আসার পথে পটিয়ার ধলঘাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে পিডিবির শাটল ট্রেন। দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে তেল পরিবহনে নিয়োজিত এ ট্রেনের ফ্রন্ট ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

তবে হতাহতের ঘটনা ঘটেনি।  

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ২টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশিস দাশ গুপ্ত বাংলানিউজকে বলেন, দোহাজারী থেকে চট্টগ্রামে খালি গাড়িটি আসার পথে ফ্রন্ট ট্রলির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রলিটি উদ্ধারের জন্য হাইড্রোলিক পুল ভ্যান পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।